Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী
বিস্তারিত

শত বছরের কাল পরিক্রম করে কৈকুড়ী ইউনিয়নস্থিত রামচন্দ্রপাড়া গ্রামে শ্রীব্রজেশ্বর এর মেয়ের নাম প্রফুল্ল ওরফে দেবী চৌধুরাণী স্মৃতিবিজরীত একটি  ঐতিহ্যবাহী পুকুর ও বাড়ী নির্দশন বিলুপ্ত স্থান রয়েছে। দেবী চৌধুরাণীর সেই পুকুরটি বর্তমান চৌধুরাণী সরকারের আওতায় রয়েছে। সেখান থেকে প্রতি বছরে রাজস্ব আয় হয় প্রায় ১,৫০,০০০/-। দেবী চৌধুরাণী পুকুরে দক্ষিণ পাড়ে বহুল অর্থে নির্মিত চৌধুরাণী কেন্দ্রীয় জামে মসজিদ রহিয়াছে। কেন্দ্রীয় মসজিদটি তিন তলা বিশিষ্ট ও পুকুর সংলগ্ন পাকা সিড়ি করণ ঘাট রহিয়াছে।প্রতিদিন কেন্দ্রীয় মসজিদটিতে শত শত মুসুল্লিগণ নামাজ আদায় করেন। দেবী চৌধুরাণীর পুকুরের পাড় দিয়ে একটি ঐতিহ্যবাহী বহুল পরিচিত হাট/বাজার রয়েছে। উক্ত হাট/বাজার থেকে রাজস্বখাতে প্রতি বছর ৩০ থেকে ৩৫ লক্ষ্য টাকা আয় হয়।