পীরগাছা উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো বিজয় দিবস/2014 এ উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী অনুযায়ী রাত 12.01 মিনিটে কেন্দ্রিয় ভাবে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ-সূচনা ও কেন্দ্রিয় শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তিমালিকানা ভবন সমুহে নির্ধারিত মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয় অতপর, পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের নব্দিগঞ্জ বাজার সংলগ্ন বধ্যভুমিতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। সকাল 9.00 ঘটিকায় পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশ/আনছার/বিএনসিসি/স্কাউটস/গার্লস গাইড/বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু সংগঠন/সেচ্ছাসেবী সংগঠন সদস্য-সদস্যাবৃন্দের কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিত ডিসপ্লে, অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য 22-রংপুর-4(পীরগাছা-কাউনিয়া) জনাব টিপু মু্ন্শি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আফছার আলী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, শাহ মোঃ ফরহাদ হোসেন-অনু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোছাঃ মনঝুরী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পীরগাছা, রংপুর।জনাব আব্দুল হাকিম সরদার, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখা ও জনাব আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, পীরগাছা উপজেলা শাখা, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ, বিভিন্ন রাজনৈতীক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, উপজেলার নির্বাহী কর্মকর্তা, পীরগাছা, রংপুর। বিকাল 3.00 ঘটিকায় মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 5.00ঘটিকায় কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যদিয়ে উক্ত কর্মসূচীর সমাপ্তি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস