জেলার নাম | রংপুর ।
|
উপজেলার নাম | পীরগাছা
|
ইউনিয়নের সংখ্যা | ৯টি |
মৌজার সংখ্যা | ১৭০ টি । |
আয়তন | ২৬৫.৩২ বর্গ কিঃমি, ১০২.৪৪ কিঃমিঃ
|
মোট জনসংখ্যা | ৩,২৯,৬৪৪ জন ।
|
মোট পুরুষের সংখ্যা | ১,৭১,৪১৫ জন ।
|
মোট মহিলার সংখ্যা | ১,৫৮,২২৯ জন ।
|
আবাদী জমির পরিমাণ | ২০৬০৩২ হেক্টরঃ।
|
মোট খাস জমির পরিমাণ | ২৬৯.৪০ একর।
|
জলমহালের সংখ্যা | ১৮টি ।
|
জলাশয়ের আয়তন | ৪৬০ হেক্টর ।
|
বন ভূমির আয়তন | ২৪০ হেক্টর
|
আবাসন/আশ্রয়ন/গুচ্ছগ্রাম | কান্দি ইউনিয়নের দাদন ও কৈকুড়ী ইউনিয়নের সুল্লিপাড়া - মকসুদ খা মৌজায় গুচ্ছগ্রাম নির্মিত হয়েছে
|
মোট ডিগ্রী কলেজের সংখ্যা | ৩টি । |
মোট ইন্টারমিডিয়েট কলেজের সংখ্যা | ৬টি।
|
স্কুল এন্ড কলেজ | ২টি ।
|
কারিগরি মহাবিদ্যালয়
| ২টি
|
মোট উচ্চ বিদ্যালয়ের সংখ্যা | ৪২টি।
|
নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা | ০৯টি
|
আলিম/ফাযিল মাদরাসার সংখ্যা | ৭টি ।
|
দাখিল মাদরাসার সংখ্যা | ৩৪টি |
স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সংখ্যা | ৫৬টি(২টি অনুদান প্রাপ্ত)
|
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা | ৭২টি।
|
রেজিঃ বে-সরকারি প্রাথঃ বিঃ সংখ্যা | ৭৯টি।
|
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা | ৬টি ।
|
শিক্ষার হার | ৪১.২১%
|
স্যানিটেশন অর্জন | ১০০%
|
জন্ম নিবন্ধিত জনসংখ্যার হার | শতভাগ |
জেলা শহর থেকে উপজেলা সদরের দুরত্ব | ৩০ কিঃমিঃ
|
মোট রাস্তার দৈর্ঘ্যঃ | ৫৩০.৩৪ কিঃমিঃ |
মোট পাকা সড়কের পরিমাণ
| ৮০.৪৮ কিঃমি ।
|
কাঁচা সড়কের পরিমাণ | ৪৪৯.৮৬ কিঃমিঃ।
|
হাট-বাজারের সংখ্যা | ১৭টি (১৪১৯ বাংলা সালে সবগুলো হাট ইজারা প্রদান করা হয়েছে) |
উপজেলার দর্শনীয় স্থান | উপজেলা সদরের পূর্ব দিকে ১ কিঃমি অদুরে অবস্থিত । মন্থনা বড় তরফ ও ছোট তরফ দেবোত্তর এস্টেট, ইটাকুমারী দেবোত্তর এস্টেট, দেবী চৌধুরানী দেবোত্তর এস্টেট ও পীরপাল এস্টেট ।
|
বিসিআইসি অনুমোদিত সার ডিলারের সংখ্যা | ১২ জন।
|
অনুমোদিত সার ডিলারের সংখ্যা | ০১ জন। |
উপজেলায় বহমান নদ-নদী | তিস্তা নদী, ঘাঘট ও বুড়াইল নদী ।
|
ভোটার তালিকা প্রস্ত্ততের কার্যক্রম | এ কার্যক্রম সম্পন্ন হয়েছে ।
|
উৎপাদিত প্রধান প্রধান শস্য | ধান, আলু, গম, ভুট্টা, পাট ও সরিষা |
প্রধান খাদ্যঃ
| ভাত, আলু ও মাছ।
|
উপজেলায় এনজিও’র সংখ্যা | ১৫টি ।
|
জেলা সদরের সাথে যোগাযোগ মাধ্যম | রিক্সা ভ্যান,বাস ও ট্রেন |
উপজেলা হাসপাতালের সংখ্যা | ১টি(৩১ শয্যা বিশিষ্ট) |
কমিউনিটি ক্লিনিকের সংখ্যা | উপ-স্বাস্থ্য কেন্দ্রঃ ৪টি (পারূল, কৈকুড়ী, ইটকুমারী ও তাম্বুলপুর(পারুল ও তাম্বুলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ২টি ভগ্ন ও জরাজীর্ণ ব্যবহার অনুপোযোগী) |
এ্যাম্বুলেন্সের সংখ্যা | ০১টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস