শিরোনাম
মাননীয় জেলা প্রশাসক, রংপুর মহোদয় কর্তৃক ২নং পারুল ইউনিয়ন পরিষদ পরিদর্শন
বিস্তারিত
আজ সকাল ১১-৩০ মিনিটে মাননীয় জেলা প্রশাসক, রংপুর মহোদয় ২নং পারুল ইউনিয়ন
পরিষদ পরিদর্শনে আসেন ।পরিদর্শন কালে রংপুর জেলার নবাগত ডি,এম , উপজেলা
নির্বাহী অফিসার, পীরগাছা, চেয়ারম্যান ,২নং পারুল ইউনিয়ন পরিষদ, সকল ইউপি
সদস্য, ইউপি সচিব,ইউডিসি'র উদ্দোক্তা, গ্রাম আদালতের প্রতিনিধি, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে বরন
করেন জনাব আবু কালাম আজাদ , চেয়ারম্যান ,২নং পারুল ইউনিয়ন পরিষদ,এবং ৮নং
ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম ।নবাগত ডি,এম স্যারকে ফুল
দিয়ে বরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলেয়া ফেরদৌস জাহান ।জেলা
প্রশাসক মহোদয় শুরুতে অত্র ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ে
মতবিনিময় করেন । পরে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের রেজিস্টার সমূহ, ইউনিয়ন
ডিজিটাল সেন্টার, গ্রাম আদালত, গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও মোবাইল
ফোন বিতরণ, ওয়াইফাই এর উদ্বোধন ,ইউনিয়ন পরিষদের অর্থায়নে কম্পিউটার
ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন ।