অদ্য 03/09/2013 তারিখ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দরিদ্র মা’র মাতৃত্ব্যকালীন ভাতা কর্মসুচীর আওতায় 198 জন মহিলার মাঝে ভাতা বিতরণ করা হয়। উক্ত ভাতা বিরতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যন জনাব ফরহাদ হোসেন অনু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনঝুড়ি বেগম। উক্ত কর্মসুচীতে প্রতি জন 350/-টাকা করে 2 বছর এ ভাতা পাবেন। এ কর্মসুচীর মেয়াদ 2 বছর। প্রতি ইউনিয়নের 21 জন করে 9টি ইউনিয়নে মোট 189 জন এবং অতিরিক্ত 9 জন সর্বমোট 198 জন্য মহিলা এ ভাতা প্রাপ্ত হবেন।
আরোও ছবি পেতে নিচের লিংকে ক্লিক করুন-
দরিদ্র মা’র মাতৃত্ব্যকালীন ভাতা কর্মসুচীর আওতায় 198 জনের মাঝে ভাতা বিতরণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস