এ উপজেলায় খেলাধুলায় বেশ অগ্রসর । উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, ভলিবল ব্যাডমিন্টন ইত্যাদি খেলা ধুলার চর্চা ও প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে। বিনোদনের দিক থেকেও পিছিয়ে নেই অত্র উপজেলা । প্রায় প্রতিটি ইউনিয়নে বিনোদনের জন্য ক্লাব ও সংগঠন রয়েছে । এদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পকলা একাডেমী, দেবী চৌধুরানী সাংস্কৃতি সংঘ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, পীরগাছা অনির্বান ক্লাব ইত্যাদি । এ ছাড়া বছর ব্যাপী বিভিন্ন সময়ে এ উপজেলায় উল্লেখযোগ্য মেলা বসে থাকে । যেমন, থানাবর মেলা, পাগলাকুড়া, নাপাইচন্ডির মেলা, কান্দির বারুনি মেলা ও বুড়া গাজীর মেলা ইত্যাদি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস