Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা-বানিজ্য

 

রংপুর শহর থেকে পীরগাছা উপজেলা ২১ কিঃ মিঃ পূর্ব দক্ষিণে অবস্থিত পীরগাছা উপজেলার ভৌগলিক অবস্থান ২৫-৩৩র্ হতে ২৫-৪৪র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯-১৮র্ হতে ৮৯-৩২র্ পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত । আয়তন- ২৬৫.৩২ বঃকিঃমিটার। উপজেলার উত্তরে কাউনিয়া ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা । দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা। পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা । পূর্বে উলিপুর ও সুন্দরগঞ্জ উপজেলা অবস্থিত।

ব্যবসা বানিজ্যের দিক থেকে পীরগাছা উপজেলা একটি প্রক্ষ্যত এলাকা, পীরগাছার পাউরুটি সারা দেশে ব্যপক সাড়া পেয়েছে। তিস্তা, আলাইকুমারী, ঘাঘট  ও অন্যান্য বিল থাকায় এখানে মাছের আরত গড়ে উঠেছে। আলু, গম, ভুট্টা, ধান, বিভিন্ন শাক-সবজির বাজার অনেক ভাল জমে উঠে। এছাড়াও অন্যন্য সকল ব্যবসা বানিজ্যের স্থান হিসেবে পীরগাছা অন্যতম।