রংপুর জেলা পরিষদ থেকে পায়রা চত্তর হয়ে, জাহাজ কম্পানী মোড়, তারপর সেখান থেকে সাতমাথা এসে, পীরগাছা বাসে উঠে মাহিগঞ্জ, দেউতি, সৈয়দপুর, কদমতলা, হয়ে পীরগাছা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে ০.৫ কিলোমিটার পূর্বে পীরগাছা উপজেলা পরিষদ অবস্থিত।রংপুর টারমিনাল থেকে সাত মাথা নামক স্থানে এসে, পীরগাছা রোড। সেখান থেকে পীরগাছা আসার জন্য বাস, অটো, টেম্পু পাওয়া যায়। ভারা- ২৫-৪০ টাকা। পীরগাছা বাস স্টান্ড থেকে রিক্সা অথবা ভ্যানে পীরগাছা উপজেলায় আসা যায়, ভাড়া- ০৫-১০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস