যোগাযোগ ব্যবস্থা ও সময়সূচী
রংপুর জেলা পরিষদ থেকে পায়রা চত্তর হয়ে, জাহাজ কম্পানী মোড়, তারপর সেখান থেকে সাতমাথা এসে, পীরগাছা বাসে উঠে মাহিগঞ্জ, দেউতি, সৈয়দপুর, কদমতলা, হয়ে পীরগাছা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে রিক্সা ভাড়া ১০ টাকায় পীরগাছা উপজেলা পরিষদে আসা যায়।